অধিকাংশ নারীরাই জাহান্নামী? নবীজির এত নারী বিদ্বেষী বক্তব্যের কারণ কী?

নবীজি কেন বলেছেন, হে নারীরা, তোমরা বেশি বেশি নামাজ পড়, কারণ তোমরা পাপ করো বেশি এবং অধিকাংশ নারীরাই জাহান্নামী? নবীজির এত নারী বিদ্বেষী বক্তব্যের কারণ কী?





একজন শিক্ষকের দুইজন ছাত্র। একজন সাহিত্য পরীক্ষা দিবে, আরেকজন অংক পরীক্ষা দিবে। শিক্ষক সেই দুইজনের মধ্যে একজনকে নীচের এই কথাটি বলছেন:
  • তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তোমার সাবজেক্টে ফেল করা সহজ। প্রতিটি ক্লাসে যোগ দিবে। বড়ির কাজ করবে।

পাঠক, আপনি কি বলতে পারেন, শিক্ষক কোন ছাত্রটিকে এই কথাগুলো বলেছে?

আপনারা ওই ছাত্র ও শিক্ষক কাউকে না চিনেই বলতে পারবেন - ওই কথাগুলো অঙ্কের ছাত্রকে বলেছে।



শিক্ষকের অঙ্কের প্রতি এমন বিদ্বেষের কেন?

এটা কোন বিদ্বেষ নয়। অংক সাবজেক্টটাই এমন। আপনারা জানেন, সাহিত্যে উত্তর ভুল হলেও অল্প কিছু নম্বর পাওয়া যায়। টেনেটুনে পাশ করা যায়। কিন্তু অঙ্কে একটু ভুল হলেই শূন্য।

নবী (স) নারীর জন্য আরো কি বলেছেন, সেটা দেখুন:

  • যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বীয় স্বামীর আনুগত্য করে, সে নিজের ইচ্ছানুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে।’ 
  • (সহিহ ইবনে হিব্বান: ৪১৬৩; মুসনাদে আহমদ: ১৫৭৩)

লক্ষ্য করুন - মাত্র চারটি কাজ করেই নারী জান্নাতে যেতে পারছে। নারীর জন্য জান্নাতে যাওয়া এত সহজ।


তাহলে, নবী (স) "অধিকাংশ নারীরাই জাহান্নামী" এই কথাটি কেন বলেছেন?

অংক এমন একটি সাবজেক্ট, যেটাতে উচ্চ নম্বর পাওয়া সহজ, আবার ফেল করাটাও সহজ। ঠিক তেমনই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ ; আবার জাহান্নামে যাওয়াও সহজ। সেজন্যই, ওই অঙ্কের ছাত্রের মতন, রসুল (স) নারীকে সাবধান হতে বলেছেন।





Post By: Md Abdullah Al Mamun. 

"Md Abdullah Al Mamun" is a Bangladeshi Youtuber, Artist, Writer, and Islamic Media Person.

Education Qualifications:

(College) Studies B.A (Honor's) Department of Islamic Studies (BAIS) at Jessore Cantonment College, Jessore

(Madrasah) Studied Fazil Honours Islamic Arabic University (IAU) at Jhikargacha Darul Ulum Kamil Madrasah

Contact: mdabdullah0710@gmail.com




Post a Comment (0)
Previous Post Next Post