বিজিবিতে যে সকল সমস্যার কারনে প্রাথমিক মেডিকেলে বাদ দেয়া হয় সেগুলো নিম্নরূপঃ
(১) উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। তবে আপনি যদি আরও বেশি লম্বা হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট।
(২) নাকে পলিপাস থাকলে বাদ দেয়া হবে৷
(৩) V আকৃতি করলে দুই হাটু লেগে গেলে তাহলে বাদ দেয়া হবে ।
(৪) গাঁয়ে সাদা সাদা ছোলির দাগ থাকলে বাদ দেয়া হবে।
(৫) চুল পাকা থাকলে বাদ দেয়া হবে তবে ভাগ্যগুনে নিতেও পারে।
(৬) পায়ের তালু সমান থাকলে বাদ দেয়া হবে।
(৭) হাত-পায়ের বৃদ্ধাঙ্গুলে পচনধরা থাকলে বাদ দেয়া হবে।
(৮) পায়ের রগ যদি দৃষ্টিপট হয়ে থাকে তাহলে বাদ দেয়া হবে।
(৯) চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে, ঝাঁপসা দেখলে সমস্যা হিসেবে গণ্য করা হবে।
(১০) বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে, বুক ফোলানো অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
(১১) দাঁতে সমস্যা যেমন দাঁত বেশী ফাঁকা অথবা দাঁতে পোকা লাগা।
(১২) অপারেশন করা থাকলে মেডিকেল অফিসার কোনো ক্ষেত্রে বাদ দিতে পারেন। হতে পারে কারোর এপিনডিক্স হয়েছিল অপারেশন করা হয়েছিল,বা পেটে টিউমার ছিল।
(১৩) বড় কোনো কাঁটার দাগ থাকলে বাদ পড়বেন।
(১৪) হাত অথবা পা যদি বাকা হয় বাদ দেয়া হবে।
(১৫) শরীরে ঘাঁ পচড়ার দাগ থাকলে বাদ দেয়া হবে।
সর্বোপরি প্রাথমিক মেডিকেলে উৰ্ত্তীন্ন হতো হলে নিজের শরীরের প্রতি আগে যত্নশীল হতে হবে।