বিজিবি মাঠে কি কি কাগজ পত্র সাথে নিয়ে যেতে হয়?
ভর্তির সময় অবশ্যই যা সংগে আনতে হবে।
ক। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল / প্রভিশনাল
সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
খ। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এইচএসসি/সমমান
এবং এসএসসি/সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী
ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড
কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত।
ঘ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা
প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র । ৬। ১ম শ্রেণীর গেজেটেড
অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
চ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত
১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি। (০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর
দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
ছ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা
প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র ।
জ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি ।
ঝ। https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ডটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সংগে আনতে হবে ।